পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই

- আপডেট সময় : ১২:১৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ১৫০৯ বার পড়া হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ও জনপ্রিয় বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই। অগ্ন্যাশয়ের ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮৮ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
‘কট ইন প্রভিডেন্স’ নামে টেলিভিশন শো-এর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি। আদালতের কার্যক্রমে মানবিক ও সহানুভূতিশীল আচরণের জন্য তিনি শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বরং বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন। সাধারণ মানুষকে জরিমানা বা শাস্তি দেওয়ার ক্ষেত্রে তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি কোটি দর্শকের হৃদয় জয় করেছিল।
বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও প্রায় তিন দশক ধরে প্রভিডেন্স মিউনিসিপ্যাল কোর্টে দায়িত্ব পালন করেছেন। কঠোর আইনের পাশাপাশি তিনি আদালতে যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা তাঁকে আলাদা মর্যাদায় আসীন করে।
তাঁর মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো মানুষ তাঁকে স্মরণ করছেন একজন ন্যায়বিচারক, শিক্ষক ও মানবিক মানুষ হিসেবে।