পুরনো কায়দায় আগুন সন্ত্রাসের মহড়া দিচ্ছে বিএনপি: প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ নেতারা

- আপডেট সময় : ০৮:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরনো কায়দায় আগুন সন্ত্রাসের মহড়া দিচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধের পাশাপাশি দাঁতভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি দেন তারা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তারা একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাদের সাম্প্রতিক অশালীন বক্তব্যের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে মহিলা আওয়ামী লীগ।
আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, দেশ ও শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের গণতান্ত্রিক ভাষায় জবাব দেয়া হবে। আর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অভিযোগ করেন, আরেকটি ‘৭৫ ঘটাতে চায় দেশ বিরোধী অপশক্তি।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়।
কুষ্টিয়ায় নিজ বাসভবনে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে আলোচনায় আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, একমাত্র বিএনপিরই নির্বাচন নিয়ে টালবাহানার রেকর্ড রয়েছে।