পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার পাটকেলঘাটায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
মহিদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোলের মাজেদ বিশ্বাসের ছেলে।গেলরাতে পাটকেলঘাটার বাইগুনি নামকস্থানে এঘটনা ঘটে। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহত মহিদুল ইসলাম পাটকেলঘাটা থেকে মোটরসাইকেলে করে সাতক্ষীরা যাওয়ার পথে বাইগুনি নামকস্থানে পিকআপভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হয়।
এদিকে, মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।