পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে বিশ্বেজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এমন অবস্থায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
তিনি বলেন, কিয়েভ যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তাহলে বিপদের মুখোমুখি হবে তার দেশ। এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ইউক্রেন পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে। এর জন্য রাশিয়ার প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। আন্তঃমহাদেশীয় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। রাশিয়ার পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় থাকার জন্য দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্দেশ দেয়ার পর পেন্টাগন এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করে।