পাবনা পুলিশ বিভাগের নিজস্ব পতিত জমি ও জলাশয়কে আবাদযোগ্যের উদ্যোগ

- আপডেট সময় : ০১:৩৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
করোনা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় পাবনায় পুলিশ বিভাগ নিজস্ব পতিত জমি ও জলাশয়কে আবাদযোগ্য করার উদ্যোগ নিয়েছে। অব্যবহৃত পড়ে থাকা খালি জমিতে সবজি ও জলাশয়ে মাছ চাষের জন্য চলছে সংস্কার কাজ। এসব জমিতে উৎপাদিত খাদ্য পুলিশ সদস্যদের চাহিদা মিটিয়ে বিতরণ করা হবে সাধারণ মানুষের মাঝেও।
প্রধানমন্ত্রীর নির্দেশনাকে মেনে পুলিশের দখলে থাকা পতিত জমি খাদ্য উৎপাদনের উপযোগী করতে মাঠে নেমেছে পাবনা জেলা পুলিশ। পুলিশ সুপারের কার্যালয়ের আশেপাশে ছয় বিঘা পতিত জমির ঝোপঝাড় পরিষ্কার করে চলছে শাক সবজি বোনার প্রস্তুতি। পরিত্যাক্ত জলাশয়গুলো সংস্কার করে ছাড়া হচ্ছে মাছের পোনা।
পুলিশ সুপারের কার্যালয় ছাড়াও জেলার দশ থানা, সকল ফাঁড়ি ও অভিযোগ কেন্দ্রের পতিত জমিকে আবাদযোগ্য করে ফসল রোপনের নির্দেশনা দেয়া হয়েছে। এখান থেকে উৎপাদিত ফসল ও মাছ পুলিশ সদস্যদের চাহিদা মিটিয়ে সাধান মানুষদের মধ্যেও বিতরন করা হবে।
জেলায় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান মিলিয়ে পতিত জমি কয়েকশ বিঘা ছাড়াবে। জমিগুলোকে উৎপাদনমুখী করতে সংশ্লিষ্টদের উদ্যোগী হবার আহবান জানালেন পুলিশ সুপার।