পাবনা শহরের দিলালপুর এলাকায় সোহাগ শেখ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৭৬২ বার পড়া হয়েছে
পাবনা শহরের দিলালপুর এলাকায় সোহাগ শেখ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্বজনরা জানায়, মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সোহাগ। রাত আটটার দিকে বাড়ি ফেরার পথে দিলালপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জেরে সোহাগকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত সোহাগের বাড়ি সদর উপজেলার মাদারবাড়িয়া গ্রামে। পেশায় সেনেটারী মিস্ত্রি ছিলেন।