পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ গুরুতর অসুস্থ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৮২৯ বার পড়া হয়েছে
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ গুরুতর অসুস্থ। অবস্থার অবনতি হয়ে তার শরীরের বিভিন্ন অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে।
গতকাল সাবেক এই স্বৈরশাসকের পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এক টুইট বার্তায় পরিবার জানায়, পারভেজ মোশাররফ অ্যামাইলয়েডোসিস জটিলতার কারণে তিন সপ্তাহ ধরে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম। শরীরের অঙ্গ কাজ করা বন্ধ করে দিচ্ছে।’ জেনারেল পারভেজ মোশাররফ ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন। ২০০৭ সালে সংবিধান স্থগিতের জন্য রাষ্ট্রদ্রোহের মামলার মুখোমুখি হয়েছিলেন তিনি। ২০১৬ সাল থেকে দুবাইতে বসবাস করছেন তিনি।