পাকিস্তানে সেনা সদস্যদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, নিহত ১২ জন

- আপডেট সময় : ০৩:৪৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ১৭৪০ বার পড়া হয়েছে
পাকিস্তানে সেনা সদস্যদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১২ জন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশটির উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
পাকিস্তানের আন্ত:আহিনী জনসংযোগ পরিদপ্তরের দেয়া তথ্য মতে, আফগানিস্তানের সীমান্তবর্তী জেলাটিতে শুক্রবার সশস্ত্র গোষ্ঠীদের বিরুদ্ধে অভিযানে শুরু করে সেনা সদস্যরা। টানা দুই দিনের চলা এই সংঘর্ষে নিহত হয়েছে পাকিস্তানের ছয় সেনা সদস্য। নিহতদের মধ্যে এই অভিযানে নেতৃত্ব দেয়া একজন লেফটেন্যান্টও রয়েছেন বলে জানা গেছে। দুই পক্ষের গোলাগুলির ঘটনায় সশস্ত্র গোষ্ঠীটির ৬ সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এরইমধ্যে অঞ্চলটিতে বাড়ানো হয়েছে সামরিক নিরাপত্তা। এদিকে, এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান-টিটিপি।