পশ্চিমবঙ্গে চারটি বিধানসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস

- আপডেট সময় : ০৮:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গের চারটি বিধানসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটের ব্যবধানে বিজেপিকে লজ্জায় ফেলেছে ক্ষমতাসীন দলটি।
এখন কেবল আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণার অপেক্ষা। মঙ্গলবার পশ্চিমবঙ্গের চার জেলার চারটি বিধানসভা আসন খড়দহ, গোসাবা, দিনহাটা ও শান্তিপুরের ভোটগণনার তারিখ নির্ধারিত ছিল। চারটি আসনেই তৃণমূল যে বিপুল ভোটের ব্যবধানে জিততে চলেছে তা নিশ্চিত হয়ে যায় দুপুর হওয়ার আগেই। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, প্রথম রাউন্ড থেকেই চারটি আসনে ভোট গণনায় এগিয়ে আছেন তৃণমূলের চার প্রার্থী। এ কারণেই চূড়ান্ত ফলের অপেক্ষায় না থেকে কর্মী-সমর্থকরা জয় উদযাপন শুরু করে দেন। করোনার কথা মাথায় রেখে যেন সবাই বিজয় উদযাপন করে সেই আহ্বান জানান তিনি। এদিকে জয় নিশ্চিত হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে তিনি বলেছেন, বাংলার মানুষ সব সময় উন্নয়নের পক্ষে। এজন্যই ঘৃণা ও বিদ্বেষের বিরুদ্ধে রায় দিয়েছে মানুষ।