পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া

- আপডেট সময় : ০৮:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
ইউক্রেন সীমান্তে যেন যুদ্ধের দামামা বাজছে। যে কোনো সময়ে রাশিয়া হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্ব নেতারা। এতকিছুর মধ্যেও নিজের সিদ্ধান্তে অনড় থেকে পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিন নিজে তদারকি করেছেন এই মহড়া।
রাশিয়ার ইউক্রেনে হামলার পরিকল্পনা নেই….. রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরাবরই এই কথা বলে আসলেও, চলমান উত্তেজনার মধ্যেই পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। শনিবারের এই মহড়া তদারকি করেছেন খোদ ভ্লাদিমির পুতিন। সামরিক মহড়ার অংশ হিসেবেই ক্ষেপণাস্ত্র ও যুদ্ব বিমান এবং সাবমেরিন দিয়ে মহড়া চালানো হয়।
আজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর দেশ এ উসকানির জবাব দেবে না। তবে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করবে ইউক্রেন। জার্মানির মিউনিখে একটি নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলেনস্কি এ কথা বলেন।
একই সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, রাশিয়ার ওপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। একই সাথে কঠোর বিধি-নিষেধে পক্ষে মিত্র দেশগুলো।
রাশিয়াকে বারবার নিষেধাজ্ঞা আরোপের হুশিয়ারি দিয়ে আসলেও…. এখন পর্যন্ত দেশগুলো কোন পদক্ষেপ না নেওয়ায়….ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে আট বছর ধরে ইউক্রেনকে ঢাল হিসেবে ব্যবহার করছে ইউরোপ। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জোরালো সমর্থন পাওয়ার অধিকার রাখে কিয়েভ।
শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আবারো পুতিনের সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি। পুতিন আসলেই কী করতে চান তা জানতে তার সঙ্গে সাক্ষাত করবেন বলে জানান তিনি ।
এছাড়াও ইউক্রেন নিয়ে উত্তেজনা থামাতে আজ পুতিনের সঙ্গে ফোনে আলাপ করার কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর।