পবিত্র আশুরা আজ
- আপডেট সময় : ১০:২৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ১৭০৩ বার পড়া হয়েছে
আজ পবিত্র আশুরা। হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূণ পরিবেশে নানা-কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় পবিত্র আশুরা। এ উপলক্ষে খুলনার আলতাপোল লেনের আঞ্জুমান-এ-পাঞ্জাতানী থেকে তাজিয়া মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। কালো পতাকা হাতে ও পাঞ্জাবি পরে মিছিলে অংশ নেয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ। ইমাম হোসাইনের জন্য দোয়া ও তার প্রতীকী রওজা জিয়ারত করতে আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর ইসলামী শিক্ষা কেন্দ্রে আসতে শুরু করেছে ভক্ত ও অনুরাগীরা। ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ সৈয়দ ইব্রাহীম খলিল রাজাবী বলেন, কারবালার ময়দানে ইমাম হোসাইন (রা.) নিজের জীবন উৎসর্গ করে হলেও দ্বীন রক্ষা করেছিলেন। সেদিন তিনি শাহাদাত বরণ করেন। ইমাম হোসাইন (রা.) আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করতে এই মজলিসের আয়োজন করা হয়।













