পদ্মা ব্যাংকের ২ কোটি টাকা আত্মসাতের মামলায় রিজেন্টের সাহেদ ৭ দিনের রিমান্ডে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৬২৯ বার পড়া হয়েছে
পদ্মা ব্যাংকের ২ কোটি টাকা আত্মসাতের মামলায় রিজেন্টের সাহেদকে ৭ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
সকালে ঢাকা মহানগর আদালতে বিচারক ইমরুল কায়েস এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। বেলা ১২টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে নেয়া হয় সাহদকে। দুদকের পক্ষে শুনানী করে আইনজীবী খুরশীদ আলম খান ও মোশাররফ হোসেন কাজল। এ সময় সাহেদের পক্ষ থেকে কোন আইনজীবী ছিল না। ২০১৫ সালের ১১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি অসৎ উদ্দেশ্যে ঋণের নামে পদ্মা ব্যাংক লিমিটেডের গুলশান করপোরেট শাখার ১ কোটি টাকা যা সুদাসলসহ ১৫ জুলাই পর্যন্ত স্থিতি ২ কোটি ৭১ লাখ টাকা আত্মসাৎ করেন।