পঞ্চম ধাপের ৭০৮ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে

- আপডেট সময় : ১২:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
সহিংসতার আশংকার মাঝেই পঞ্চম ধাপের ৭০৮ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট দেবেন ভোটাররা। তবে এখনো কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। কুষ্টিয়া সদরে বিক্ষিপ্ত সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে।
নির্বাচনী এলাকাগুলোয় উত্তেজনা, সংঘর্ষ ও সহিংসতার শঙ্কায় ২৬ জেলার ৪৪ উপজেলায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া ৪৮ জেলার ৯৬ উপজেলার প্রতিটিতেই রয়েছে, বিজিবি, রেব ও পুলিশ। কোথাও কোথাও কোস্ট গার্ডের সদস্যরাও রয়েছেন। ভোট নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে সব নির্বাচনী এলাকায়। অনেক স্থানের সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছে বলে অভিযোগ রয়েছে। অপরদিকে নির্বাচন কমিশন বলছে, তারা কঠোর অবস্থানে থাকবে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বললেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। এসব নিয়ে ভোটার ও প্রার্থীদের অভিযোগের কমতি নেই।