পঞ্চগড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়ঃবৃদ্ধরা

- আপডেট সময় : ০৬:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে দিনে ভ্যাপসা গরম আর রাতে ঠান্ডার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়ঃবৃদ্ধরা। জ্বর, সর্দি, কাশি, ডায়েরিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যা নিয়ে প্রতিদিনিই হাসপাতালে ভর্তি হচ্ছেন অসংখ্য রোগী। হঠাৎ করে রোগী বৃদ্ধি পাওয়ায় চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড়ে শীত মৌসুম শুরু হয় অনেকটা আগে ভাগেই।প্রতি বছরই অক্টোবরের এ সময় জেলায় দিনের বেলা গড় তাপমাত্রা থাকে ২৫ ডিগ্রী সেলসিয়াস। আর রাতে সেটা নেমে আসে ১৫-২০ ডিগ্রীতে। কিন্তু এবার ভিন্নচিত্র। রাতে তাপমাত্রা নেমে এলেও দিনে থাকছে প্রখর রোদ। এতে করে পঞ্চগড় সদর আধূনিক হাসপাতালের আউটডোরে প্রতিদিন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
হাসপাতালে রোগীদের সর্বোচ্চ সতর্কতার সাথে দেখ ভাল ও চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, অভিভাবকদের আরো সচেতনতার মাধ্যমে রোগপ্রতিরোধ করতে হবে।