নৌমহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
পারস্য উপসাগরে কৌশলগত এলাকায় বিশাল নৌমহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী।
হরমুজ প্রণালির পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তর এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হবে।ইরান যে এলাকায় নৌমহড়া শুরু করেছে, সেটি পারস্য উপসাগরে আন্তর্জাতিক জাহাজ প্রবেশের একমাত্র পথ। এই পথ দিয়ে জ্বালানি তেলের একটি বিরাট অংশ বিশ্বের বিভিন্ন দেশে যায়। ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ আঞ্চলিক এই নৌরুটের নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা জোরদার করার জন্য ইরানি সামরিক বাহিনী জুলফিকার-৯৯ নামে এ মহড়া পরিচালনা করছে। এর আগেও ইরান বহুবার পারস্য উপসাগর ও ভারত মহাসাগরের এই এলাকায় সামরিক মহড়া চালিয়েছে। সেসব মহড়ায় নতুন নতুন নানা ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জামের পরীক্ষা চালানো হয়েছে।




















