নোয়াখালীর হাতিয়ায় বিশেষায়িত আইসোলেসন ওয়ার্ড উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অব্যাহতভাবে করোনা রুগী বেড়ে যাওয়ায় সংকটাপন্ন রোগীদের জন্য বিশেষায়িত আইসোলেসন ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে।
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য বিধি মেনে উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী। এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন। ১৫ বেড নিয়ে বিশেষায়িত আইসোলেসন ওয়ার্ডটি চালু হয়েছে। ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকবে। আছে ১০ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ১০টি অক্সিজেন সিলিন্ডার। ২ টি অক্সিমিটার মেশিন রয়েছে।






















