নোয়াখালীতে কেউ মানছেনা স্বাস্থ্যবিধি
- আপডেট সময় : ০৩:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
সংক্রমন ও সনাক্তের হার কিছুটা কমে আসায় নোয়াখালীতে স্বাভাবিক সময়ের মতো রাস্তায় নেমে আসছে নানা শ্রেনি-পেশার মানুষ। স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহারের তোয়াক্কা করছেনা তারা। প্রশাসন বলছে, সংক্রমন কমার হার ধরে রাখতে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।
প্রথম দিকে নোয়াখালীতে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললেও, করোনা দীর্ঘস্থায়ী হওয়ায় এখন আর কেউ মানছেনা। হাট-বাজার, শপিংমল, রেস্তোরাঁ, গন পরিবহনসহ বেশিরভাগ জায়গায় মাস্ক ব্যবহার করছেনা কেউ। গরম, নি:শ্বাস নিতে কষ্টসহ নানা অজুহাতে মাস্ক পরতে অনীহা অনেকের।তদারকি না থাকায় স্বাস্থ্যবিধি মানতে আগ্রহী হচ্ছেনা বলে মনে করেন, কেউ কেউ।
হাসপাতাল, বিপনী বিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠান “মাস্ক নেই, সেবা নেই’’, ’’মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ’’ এমন সতর্কবাণী থাকলেও মানছেনা কেউ।জীবিকা ও স্বাস্থ্যবিধি দুটোই নিশ্চিত করার দাবি জানিয়েছে সাধারণ মানুষ।স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায়, প্রশাসন।
নোয়াখালীতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪৫৮০ জন। আর, মারা গেছে ৮২ জন।
























