নেপালে বিধ্বস্ত সেই উড়োজাহাজটির সর্বশেষ যাত্রীর মরদেহটি উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
নেপালে বিধ্বস্ত হওয়া সেই উড়োজাহাজটির সর্বশেষ যাত্রীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ তথ্য জানিয়েছে নেপালের সেনাবাহিনী। এরই মধ্যে পাওয়া গেছে বিমানটির ব্ল্যাক বক্স। তবে, এয়ারলাইন্সের ৯এন-এটিই ফ্লাইটটি কেনো দুর্ঘটনা কবলিত হলো তা এখনও জানা যায়নি।
দুর্ঘটনার কারণ তদন্তে নেপালের সরকার পাঁচ সদস্যে কমিশন গঠন করেছে। এ নিয়ে নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ শিলওয়াল টুইট করে জানান, শেষ মরদেহটিও উদ্ধার করা হয়েছে। রোববার স্থানীয় সময় সকালে নেপালের পর্যটন শহর পোখারা থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনা কবলিত হয় ২২ আরোহীকে বহনকারী উড়োজাহাজটি। তবে, এর কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয় এটি। প্রায় ৫ ঘণ্টা পর বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় নেপালের পার্বত্য জেলা মুস্তাং একটি দুর্গম এলাকায়।