নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুইজন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুইজন, আহত হয়েছে দুই নারীসহ ৩ জন অটোরিকশা যাত্রী।আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বাংলা ইউনিয়নের বাংলা নয়াপাড়ায় নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। সদর উপজেলার বাংলাবাজার থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিমেন্টবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। নিহতরা হলো, অটো ড্রাইভার কমল মিয়া ও অটোযাত্রী জসিম মিয়া। আহত হয় আরো পাঁচজন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।