নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে নিহত ২ সহোদরসহ তিনজন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
রেললাইনের ওপর ঘুমিয়ে থাকায় নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন ২ সহোদরসহ তিনজন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন, উপজেলার স্বল্প দশাল গ্রামের স্বপন ও রিপন এবং একই গ্রামের মুকলেছ। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর সমর রেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সাহতা ইউনিয়নের গ্রাম স্বল্প দশাল গ্রামে ট্রেন লাইনের কাছে স্যালো মেশিন দিয়ে পুকুর সেচ দেয়ার সময় ক্লান্তিতে ট্রেন লাইনের উপর ঘুমিয়ে পড়ে। এসময় স্যালো মেশিন চালু থাকায় সেই শব্দে ট্রেনের শব্দ শুনতে পায়নি। ফলে হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তারা।