নিষিদ্ধ হল ছাত্রলীগ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- / ১৭৫২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের কথা জানানো হয়েছে।
জুলাই-আগষ্ট গণহত্যার পর থেকেই সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। জোর দাবী জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। সবশেষ গত মঙ্গলবার ছাত্রলীগকে নিষিদ্ধ করতে আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারই ধারাবাহিকতায় অল্টিমেটাম শেষ হওয়ার আগেই নিষিদ্ধ করা হলো ছাত্রলীগকে।