নির্বাচন কমিশন গঠনে আইন পাসের বিষয়টি আমলে নিতে চায় না বিএনপি

- আপডেট সময় : ১২:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনে আইন পাসের বিষয়টি আমলে নিতে চায় না রাজপথের বিরোধী দল বিএনপি। দলটির লক্ষ্য এখন নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় ‘কঠোর আন্দোলন’।এ জন্য নতুন বড় জোট গড়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় স্থায়ী কমিটি। নেতারা যেটিকে বলছেন ‘বৃহত্তর জাতীয় ঐক্য’।
গতকাল রাতে কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচন চায় না বিএনপি। বিনা ভোটের এ সরকার অবৈধভাবে টিকে থাকতে বাকশালের মতো বিতর্কিত নির্বাচন কমিশন আইন প্রণয়ন করেছে। এ আইন বিএনপি মানে না। এরই মধ্যে সমমনা বাম, ডান ও ইসলামপন্থি কয়েকটি দলের সঙ্গে বিএনপির যোগাযোগ হয়েছে।দ্রুত তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি দাবি আদায়ে প্রাথমিকভাবে স্ব-স্ব দলীয় ব্যানারে যুগপৎ আন্দোলনের বিষয়ে একমত হয়েছেন নীতিনির্ধারকরা। দলীয় সূত্র জানায়, কৌশলগত কারণে আপাতত আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও কার্যত ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টকে নিস্ক্রিয় করবে বিএনপি।