নিম্ন আয়ের মানুষদের আর্থিক সহায়তা না দেয়ায় লকডাউন ব্যর্থ : বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
নিম্ন আয়ের মানুষদের আর্থিক সহযোগিতা না দিয়ে লকডাউন দেয়ায় তা ব্যর্থ হচ্ছে বলে দাবি বিএনপি’র।
জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে যোগ দিয়ে এ দাবি করেন দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার শ্রমিক-বান্ধব নয়। রুপগঞ্জের অগ্নিকান্ডের ঘটনায় লোক দেখানো ব্যবস্থা না নিয়ে কার্যকর পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান তিনি। ক্ষমতাসীন দলের লোকেরা দেশের মানুষের টাকা নানাভাবে লুটপাট করছে বলেও অভিযোগ বিএনপির এই নেতার। বিধিনিষেধ কার্যকরে দুঃস্থ, দিনমজুর ও শ্রমিকদের আগামী তিনমাসের জন্য কমপক্ষে ১৫ হাজার টাকা করে দেয়ার দাবিও জানান সৈয়দ এমরান সালেহ প্রিন্স।