নিটল নিলয় গ্রুপ ও কাইনেমেটিক্স ইঙ্ক যৌথভাবে বাংলাদেশে ইনসুলেটর তৈরি করতে যাচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
নিটল নিলয় গ্রুপ ও যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান- কাইনেমেটিক্স ইঙ্ক যৌথভাবে বাংলাদেশে ইনসুলেটর তৈরি করতে যাচ্ছে। ৮ থেকে ১০ মাসের মধ্যে উৎপাদনে যাবে তারা।
বিকেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি- বিডার অফিসে এ বিষয়ে চুক্তি সই হয়। কাইনেমেটিক্স ইঙ্কের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু বকর আব্দুস শাকের ও নিটল-নিলয় গ্রুপের ভাইস-চেয়ারম্যান আব্দুল মারিব আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। এসময় বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বিনিয়োগ হবে ১৪০ কোটি টাকা। সিলেটের ছাতকে প্রথম প্ল্যান্ট স্থাপন করা হবে। এ সময় নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, সাড়ে ১২ একর জায়গায় এ কারখানা হবে।