নিজেদের তৈরি ভ্যাকসিনের ওপর ভরসা করে লকডাউনের বিপক্ষে মত দিয়েছেন মোদী
- আপডেট সময় : ০১:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
নিজেদের তৈরি ভ্যাকসিনের ওপর ভরসা করে লকডাউনের বিপক্ষে মত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি, বিধিনিষেধের বিকল্প হিসেবে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দেন।
এই পরামর্শ মেনে চললে লকডাউন কিংবা রাত্রিকালীন সান্ধ্য আইন জারির প্রয়োজন পড়বে না। দেশের অক্সিজেনের ঘাটতি মেটানো, হাসপাতালের শয্যা বাড়ানো ও ওষুধ উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেন দেশটির প্রধানমন্ত্রী। ভ্যাকসিন প্রসঙ্গে নরেন্দ্র মোদী তার ভাষণে বলেন, সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা দিতে রাজ্যগুলোতে দ্রুততার সঙ্গে ভ্যাকসিন পাঠানো হবে। এক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সমন্বয় অত্যন্ত জরুরি বলে মত দেন নরেন্দ্র মোদী। মে মাস থেকে ভারতে ১৮ বছরের উর্ধের সবাইকে করোনার টিকা দেয়া হবে সরকারের এমন সিদ্ধান্তের পর ভ্যাক্সিন রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিচ্ছে ভারত। গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ভারতে। এই সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৪ হাজার ২৯০ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ২০ জনের।























