নিউইয়র্কে আধাস্বয়ংক্রিয় রাইফেল কেনায় নতুন বয়সসীমা নির্ধারণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১১:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে আধাস্বয়ংক্রিয় রাইফেল কেনায় নতুন বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। বন্দুক সহিংসতা বেড়ে যাওয়ার পর দেশটির প্রথম অঙ্গরাজ্য হিসেবে এই সনদ পেলো জনবহুল শহরটি।
বারবার বন্দুক হামলার ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার জোর দাবি ওঠে। বর্তমানে আধাস্বয়ংক্রিয় অস্ত্র কেনার অনুমতি পাওয়ার ক্ষেত্রে ক্রেতার বয়স কমপক্ষে ২১ বছর বয়স হতে হবে। টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় ২১ জন এবং বাফেলোর একটি সুপারমার্কেটে বর্ণবাদী হত্যাযজ্ঞের ঘটনার পর নিউইয়র্ক অস্ত্র আইন কঠিন করার অংশ হিসেবে এমন পদক্ষেপ নেয়া হলো। ক্যাথি হোচুল অস্ত্র আইন সংস্কারের এই প্যাকেজ অনুমোদন দেন।