নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী।
ভোরে পূর্ব নিমাইকাশারী এলাকার একটি বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের ছেলে মিলন জানান, ভোরে মায়ের খোঁজ নিতে গিয়ে ঘরে রক্তাক্ত অবস্থায় মাকে পড়ে থাকতে দেখতে পায় সে। ঘটনার পর পালিয়ে গেছে নিহতের স্বামী।
এদিকে বাগেরহাটের মোল্লাহাটে মোহাম্মদ ইউসুফ শেখ নামের এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির বলেন, নিহতের গলা ও শরীরের একাধিক স্থানে কোপের চিহ্ন রয়েছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

















