নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ রীনা বেগম হত্যা মামলায় স্বামী আক্তার হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এতে পাঁচজনকে খালাস দেয়া হয়। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ফজলুর রহমান জানান, রীনা ও আক্তার হোসেন পরস্পরকে ভালোবেসে বিয়ে করে ফতুল্লার কানাইনগর এলাকায় বসবাস করছিলেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। স্বামীর পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর রীনাকে স্বামীর বাড়ির সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফতুল্লায় থানায় মামলা হয়।


















