নারায়ণগঞ্জ গোপালগঞ্জ ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

- আপডেট সময় : ০৮:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীসহ এক বৃদ্ধা নিহত হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী সেবায়েত উল্লাহ সালমান ও রকি নামে দু’জনের মৃত্যু হয়েছে। রূপসী ঢাকা-সিলেট মহাসড়কে অসতর্কতাবশত কাভার্ডভ্যানের দরজা খুলে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দরজার সঙ্গে ধাক্কা খায়। এসময় দু’জনই আহত হন। আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়ার পথে সালমান ও রকি মারা যায়।
গোপালগঞ্জে আলাদা মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। মোটরসাইকেলে করে নিহত মোস্তাফিজুর রহমান পাভেল তার ভাইকে নিয়ে টুঙ্গিপাড়ায যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পাভেল।
লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় ছাত্রলীগ নেতার মোটরসাইকেলের ধাক্কায় বকুল বেগম নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। রোববার রাত নয়টার দিকে ঢাকা-রায়পুর মহাসড়কে ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।