নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে মা ও মেয়ে। এ সময় আহত হন অন্তত আরো ১০ যাত্রী।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জোসনা পাবনার মুলাডুলির শামীম রহমানের স্ত্রী এবং রোজিনা তার মেয়ে। পাবনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা চঞ্চল পরিবহনের বাসটি গোধরা এলাকায় পৌঁছে আরেকটি বাসকে ওভারটেক করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জোসনা বেগম নিহত হয়। আহত রোজিনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।