নাটোর ও সিংড়া পৌরসভায় সপ্তাহব্যাপী বিধিনিষেধ শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ রোধে নাটোর পৌরসভা ও সিংড়া পৌরসভা এলাকায় সপ্তাহব্যাপী ঘোষিত বিধিনিষেধ শুরু হয়েছে।
সকাল ৬ টা থেকে শুরু হওয়া এই লকডাউন সফল করতে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গণপরিবহন ও মানুষদের চলাচল নিয়ন্ত্রণ করতে পুলিশ তৎপর রয়েছে। এদিকে নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় স্থানীয়ভাবে এস্টিজেন টেষ্ট করে ১৬৮ জনের নমুনা সংগ্রহ করে ৪৪ জনের পজেটিভ পাওয়া গেছে। সংক্রমণের হার ২৬ দশমিক ১৯ শতাংশ। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি ডিপার্টমেন্টের রিপোর্ট এখনো পৌছেনি। করোনা সংক্রমণে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন দিলীপ নামে এক জনের মৃত্যু হয়েছে।














