নর্থ সাউথের ৪ ট্রাস্টিকে হাজির করা হয়েছে বিচারিক আদালতে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অর্থ আত্মসাতের মামলার আসামি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ শাহজাহান, এম এ কাশেম, বেনজীর আহমেদ ও রেহানা রহমানকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে।
আইনজীবীরা জানিয়েছেন, মামলাটি দুদক তদন্ত করছে, তাই পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হবে না। এর আগে, আগাম জামিন চাইতে গেলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ তা নাকচ করেন। সেই সঙ্গে তাদের পুলিশে সোপর্দ করার নির্দেশ দেয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ৬ জন। তাদের বিরুদ্ধে গত ৫ মে মামলা করেন দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী।















