নরসিংদীর রায়পুরায় স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরায় স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে জীবন মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। সকালে রায়পুরা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষার্থীর বাবা আমির হোসেন।
গতকাল বিকেলে উপজেলার লোচনপুর এলাকায় অপহরণের ঘটনা ঘটে। এতে অভিযুক্ত জীবন মিয়া রায়পুরার অলিপুরা ইউনিয়নের বাসিন্দা। অপহৃত শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেনীতে পড়তো। স্কুলে আসা যাওয়ার সময় প্রায়ই রাস্তা আটকিয়ে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো অভিযুক্ত জীবন মিয়া। এই বিষয়ে জীবনের পরিবারকে একাধিকবার জানালেও, কোনো সুরাহা হয়নি। গতকাল বিকেলে স্কুল থেকে ফেরার পথে রায়পুরার লোচনপুর এলাকা থেকে জীবন ও তার চার সহযোগী মিলে ওই স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে। ইতিমধ্যে অভিযুক্তের এক বন্ধুকে আটক করা হয়েছে।