নতুন মোড়কে পুরোনো জিনিস ‘নির্বাচন কমিশন আইন ২০২২’ : জি এম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন আইন ২০২২, নতুন মোড়কে পুরোনো জিনিস বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ মন্তব্য করেন তিনি। নতুন এ আইনে শুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। তবে, সরকার কাদের নিয়োগ দিবে তার উপর ভিত্তি করে পরবর্তী নির্বাচনে জাতিয় পার্টি অংশ নিবে কিনা তা নির্ধারণ করবে দলটি। এসময় তিনি আরো বলেন, নতুন করা আইনটি পুরাতন পদ্ধতিকে একটি আইনগত কাঠামোতে এনে আইন সম্মত করা হচ্ছে। এই আইনটি করার পরেও অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের ক্ষেত্রে পূর্বের মতো সংশয় থেকে যাচ্ছে বলেও জানান।