নতুন মোড় নিয়েছে রুশ-ইউক্রেন যুদ্ধ
- আপডেট সময় : ০৭:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
নতুন মোড় নিয়েছে রুশ-ইউক্রেন যুদ্ধ। পূর্বাঞ্চলে প্রচণ্ড চাপে কিয়েভের সেনারা। গত কয়েক দিন ধরে সুতোয় ঝুলছিল পূর্বাঞ্চীলয় শহর সেভেরোদোনেৎস্কের ভাগ্য। পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হামলার তীব্রতা বাড়িয়েই চলেছে রাশিয়া। অবশেষে কাঙ্ক্ষিত সাফল্যের দাবি মস্কোর।
হামলা প্রচণ্ড রূপ নেয়ায় সেভেরোদোনেৎস্ক থেকে সেনাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে জেলেনস্কি প্রশাসন। লিসিচানস্কে জোলোত আর হিরস্কে শহরে ঘিরে রাখা হয়েছে কিয়েভ বাহিনীকে।এরই মধ্যে সেভেরোদোনেৎস্ক ছাড়তে শুরু করেছে ইউক্রেন সেনারা। তারা সরে যাচ্ছে আশপাশের অঞ্চলগুলো থেকেও। লিসিচানস্কে ইউক্রেনীয় সেনাদের দক্ষিণ দিক ঘিরে ফেলেছে রুশ বাহিনী। চারদিক থেকে আটকা পড়ার ভয়ে পিছু হটছে জেলেনস্কি বাহিনী। ইউক্রেন সরকারের মুখপাত্র ওলেক্সান্দার মোতুজিয়ানিক বলছেন, লিসিচানস্কে চারদিক থেকে ঘিরে রাখতে সড়কগুলো আটকে দিচ্ছে। তীব্র লড়াই চলছে।খারকিভে টানা গোলাবর্ষণ করছে রুশরা। হামলা চলছে অন্যান্য অঞ্চলেও। ঝাপোরিঝিয়ায় আবাসিক এলাকায় ব্যাপক গোলাবর্ষণ ও রকেট ছুড়েছে পুতিন বাহিনী।


















