নওগাঁয় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৬৪০ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে মেহেদী হাসান এবং রিয়াদ হোসেন নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্ত্তলী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আব্দুল মান্নানের ছেলে মেহেদী এবং রাব্বীর ছেলে রিয়াদ সবার অগোচরে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে সকালে ১১ টার দিকে পুকুরের পানি থেকে তাদেরকে উদ্ধার করা হয়। পরে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।



























