দ্রুত ভ্যাকসিন কিনতে আলাদা বরাদ্দ রেখেছে সরকার :অর্থমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
যেখান থেকে করোনা ভ্যাকসিন দ্রুত পাওয়া যাবে তাদের সঙ্গেই যোগাযোগ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি ।
এ সময় করোনার ভ্যাকসিন কেনার জন্য আলাদা অর্থ বরাদ্দ রাখা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, টিকার জন্য একটি সোর্সের ওপর নির্ভর না করে একাধিক সোর্স থেকে টিকা সংগ্রহের ব্যবস্থা করতে হবে। অর্থমন্ত্রী আরো বলেন, ‘করোনাভাইরাসের টিকা কীভাবে সংগ্রহ করবো এ জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী। তবে কীভাবে টিকা সংগ্রহ করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি । তিনি বলেন, যেসব দেশ ভ্যাকসিন তৈরি করবে, তাদের সাথে অনেক দেশ চুক্তিবদ্ধ হয়েছে, অগ্রিম টাকাও দিয়েছে। বাংলাদেশকেও এভাবেই এগুতে হবে।এর আগে দেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে পরামর্শক নিয়োগ প্রস্তাবসহ ৯৫ কোটি ৬২ লাখ ২১ হাজার টাকার দুটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।


















