দ্রব্য মূল্যবৃদ্ধির ফলে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে অনেকে : সুজনের সভায় বিশ্লেষকরা

- আপডেট সময় : ০৭:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
অধিকার আদায়ে যুব সমাজকে সক্রিয় হওয়ার আহবান জানিয়েছেন, সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, শাসকদের বদান্যতায় নয়, রাষ্ট্রে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে। আর ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দ্রব্য মূল্যবৃদ্ধির ফলে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে অনেকে। ডিআরইউতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসডিজি অর্জনে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে দ্যা হাঙ্গার প্রজেক্ট।
প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, চা শ্রমিকরা সবচেয়ে অবহেলিত। সন্তানদের তারা ঠিকমত লেখাপড়া করাতে পারে না।
আর সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার যুবকদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন বিচ্ছিন্নভাবে আন্দোলন করে কোন ফল পাওয়া যায় না ।
তরুণদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, রাষ্ট্রের সকল অন্যায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে ।