দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও প্রথম স্ত্রী’র ফাঁসির আদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ১৬১৯ বার পড়া হয়েছে
মেহেরপুরে দ্বিতীয় স্ত্রী জরিনা খাতুনকে হত্যার দায়ে স্বামী সাইদুল ইসলাম ও প্রথম স্ত্রী জমেলা খাতুনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
এছাড়াও আসামীদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় প্রদান করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত দুই আসামী পালাতক রয়েছে। মামলার বিবরনে জানা যায়, ২০১০ সালে ৩০ জানুয়ারি সদর উপজেলা যাদবপুর গ্রামের সাইদুল ইসলাম প্রথম স্ত্রী জমেলা খাতুনের সহযোগীতায় তার দ্বিতীয় স্ত্রী জরিনা খাতুন কে হত্যা করে যাদবপুর মাঠের মধ্যে পুঁতে রাখে। পরে গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে।


















