দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কাল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কাল দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।
রোডম্যাপ অনুযায়ী, চলতি মাস থেকে নির্বাচন পর্যন্ত কি কি কার্যক্রম চলবে তা নির্ধারণ করা হয়েছে। এসময় অন্য কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান জানান, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা হবে। এজন্য আগের নীতিমালা পর্যালোচনা করে আগামী বছরের জানুয়ারিতে নতুন নীতিমালা তৈরি করা হবে। ২০২৩ সালের মার্চে বিশেষজ্ঞদের সহায়তায় ৩০০ আসনে সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করবে ইসি। এদিকে, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে তার আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন।