দোলযাত্রা উপলক্ষে দিনাজপুরের হিলি ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
ভারতে দোলযাত্রা উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক আশতি কুমার শ্যানাল জানান, ভারতে দোলযাত্রা উৎসব উপলক্ষে সকাল থেকে দু-দশেরে মধ্যে পন্য আমদানি-রপ্তানি বন্ধ রয়ছে। তবে আগামীকাল সকাল থেকে আমদানি রপ্তানি শুরু হব। এদিকে, চেকপোষ্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের পারাপার অব্যাহত রয়েছে।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা জানান, ভারতের দোল উৎসব উপলক্ষে সাধারণ ছুটি থাকায় সকাল থেকে দু-দেশের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।














