দৈনিক ১৪৫ টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
দৈনিক মজুরী ১৪৫ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নাকচ করে দিয়েছেন আন্দোলনরত চা শ্রমিকরা। সকাল থেকে ৩’শ টাকা মুজুরীর দাবীতে তারা সড়কে নেমে আসে।
হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল বের করে চা শ্রমিকরা। পরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তারা। এতে ব্যাহত যান চলাচল। সিলেটেও এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছে চা শ্রমিকরা। মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানেও চা বাগানে অবস্থান নিয়েছেন শ্রমিকরা। বিক্ষোভ-মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন তারা।
শনিবার শ্রীমঙ্গলে শ্রম অধিদফতরের মহাপরিচালকের সাথে শ্রমিক নেতাদের মিটিং হয়। মধ্যস্থতা করেন স্থানীয় সংসদ সদস্য। দৈনিক মজুরি নির্ধারণের পর আন্দোলন থেকে সরে আসার কথা জানায় শ্রমিক ইউনিয়ন। এর কয়েক ঘণ্টা পরই সাধারণ শ্রমিকদের বিক্ষোভের মুখে সুর বদলে ফেলেন তারা।





















