দেশের হজযাত্রীদের হজে যেতে আরও ৫৯ হাজার টাকা বেশি গুনতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
দেশের হজযাত্রীদের এবার আরও ৫৯ হাজার টাকা বেশি গুণতে হবে বলে জানিয়েছেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, সৌদি আরবে খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৩০ মে’র মধ্যে হজযাত্রীদের এই টাকা জমা দিতে হবে বলে জানান তিনি।
সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী। সরকারিভাবে হজে যেতে নতুন ঘোষিত দু’টি প্যাকেজে খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। বেসরকারিভাবে এজেন্সিগুলোর সাধারণ প্যাকেজের মাধ্যমে খরচ হবে ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। হজ প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকার অতিরিক্ত কোনো চার্জ আরোপ করলে, তা প্যাকেজ মূল্য হিসেবে হজযাত্রীকে পরিশোধ করতে হবে বলেও জানান ফরিদুল হক খান।























