দেশের স্মার্ট ও যোগ্য নাগরিক হতে সবাইকে পড়াশোনায় মনোযোগী হতে হবে : প্রধানমন্ত্রী
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:২৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
 - / ১৬৯৭ বার পড়া হয়েছে
 
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের স্মার্ট ও যোগ্য নাগরিক হতে সবাইকে পড়াশোনায় মনোযোগী হতে হবে।
পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করলে মহৎ মানুষ হিসেবে গড়ে ওঠা সহজ হবে বেল পরামর্শ দেন তিনি। বঙ্গবন্ধুর কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ মুজিবের আদর্শ নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করছে বর্তমান সরকার। দেশের একজন নাগরিকও শিক্ষা থেকে বঞ্চিত হবে না। প্রধানমন্ত্রী বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ করে দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে কাজ করছেন আওয়ামী লীগ।
																			
																		














