দেশের বিভিন্ন খাতে ২০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
 - / ১৬২০ বার পড়া হয়েছে
 
দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন খাতে ২০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক।
এই ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য। ঋণের সুদের হার ১ দশমিক ২৪ শতাংশ। এর সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ এবং অনুত্তোলিত অর্থের ওপর সর্বোচ্চ কমিটমেন্ট চার্জ শূন্য দশমিক ৫০ শতাংশ। রিকভারি অ্যান্ড অ্যাডভান্সডমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট’ প্রকল্পের আওতায় এই ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন- পিকেএসএফ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করবে।
																			
																		















