দেশে বর্তমানে যে পরিবর্তন এসেছে তা প্রত্যেক নাগরিকের জীবনে স্বস্তি এনে দিয়েছে

- আপডেট সময় : ০৩:০৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / ১৮৪৫ বার পড়া হয়েছে
দেশে বর্তমানে যে পরিবর্তন এসেছে তা প্রত্যেক নাগরিকের জীবনে স্বস্তি এনে দিয়েছে। পরবর্তীতে দেশ পরিচালনায় যারা দায়িত্বে আসবেন তারা যেন আগের মতো জালিম না হয়। সবাইকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। সকালে পঙ্গু হাসপাতালে কোটা বিরোধী আন্দোলনে আহতদের খোঁজ খবর ও আর্থিক অনুদান প্রদান শেষে জামায়াতের আমির ডা.শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, পরবর্তীতে যে আসবে যে যেন জালিমদের পথ অনুসরণ না করে। একই গর্তে বারবার যাতে পা না পড়ে। মানুষের সাথে জুলুম করলে কি পরিণত হয় তা আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতকে অতীত থেকে শিক্ষা নিতে হবে।
জামায়াতের আমির বলেন, বুলেটের আঘাতে যারা চলে গেলেন, আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের নাজাতের সুযোগ দিয়েছেন। এসময়, যারা আন্দোলনে আহত হয়েছেন তাদের সহায়তায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান জামায়াতের আমির।