দেশে ফিরেছেন সাফজয়ী নারী ফুটবল দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৫০ বার পড়া হয়েছে
সোনায় মোড়ানোর সাফল্য নিয়ে দেশে ফিরেছেন সাফজয়ী নারী ফুটবল দল। দুপুর ১টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছায় সাবিনা-সানজিদারা।
এ সময়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথভাবে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ অন্যরা।
জানা গেছে, বিমানবন্দরে প্রথমে মিষ্টিমুখ করিয়ে মেয়েদেরকে বরণ করা হয় ফুল দিয়ে। এরপর সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে ছাদখোলা বাসে সাফজয়ী বাঘিনীদের নেয়া হবে বাফুফে ভবনে। সেখানে সাফজয়ী দলকে বরণ করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।















