দেশে করোনার সংক্রমন কমতে শুরু করলেও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ
- আপডেট সময় : ০৭:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দেশে করোনার সংক্রমন কমতে শুরু করলেও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই গুরুতর অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এদের বড় একটি অংশই শিশু। সচেতন না হলে আগামী মাসে পরিস্থিতির আরো ভয়াবহ অবনতি হবে বলে আশংকা করা হচ্ছে।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় আট হাজার। আর, উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৫ জন। শনিবার শিশু হাসপাতালে রেকর্ড সংখ্যক ৮০ শিশুকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শুক্রবারও ভর্তি হয়েছে ৭৬ শিশু । আক্রান্তদের অবস্থা দ্রুত অবনতি যাচ্ছে।
বেসরকারি হাসপাতালেও ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্টে হাসপাতালে জুলাই মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১৭৪ জন। সে সংখ্যা এখন ৪৮৯ জনে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে বলে মনে করছেন চিকিৎসকরা।
একসঙ্গে করোনা ও ডেঙ্গু আক্রান্ত রোগীও পাওয়া যাচ্ছে জানিয়ে বলে জানায় চিকিৎসকরা।


















