দেশে করোনা মোকাবেলায় টিআইবি’র সুশাসন বিষয়ক প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৮:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
দেশে করোনা মোকাবেলায় টিআইবি’র সুশাসন বিষয়ক প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গবেষণাটি ছিলো পক্ষপাতদুষ্ট। সকালে সরকারি বাসভবনে গণমাধ্যমে ব্রিফিংকালে একথা বলেন ওবায়দুল কাদের। এ সময় টিআইবি’র কাছ থেকে প্রতিবেদনে উল্লেখিত দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট তালিকা পেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার সকালে সরকারি বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
করোনা সংকটকালে স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র গবেষণা প্রতিবেদনের সমালোচনা করেন তিনি।
যে কোন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকার নিজ উদ্যোগেই হয়েই ব্যবস্থা নিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
এছাড়া করোনায় অসহায় মানুষের জন্য বিএনপির ভুমিকা নিয়েও কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।