দেশকে অস্থিতিশীল করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবেই বাসে অগ্নিসংযোগ করেছে বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশকে অস্থিতিশীল করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবেই বাসে অগ্নিসংযোগ করেছে বিএনপি ও তার দোসররা।
দুপুরে ঢাকার মিন্টু রোডে সরকারি বাসভবনে বৃহস্পতিবার রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী অভিযোগ করেন, ষড়যন্ত্রের অংশ হিসেবেই টিআইবি রাজনৈতিক প্রতিবেদন দিয়েছে, আর বিভিন্ন মহল থেকে দেয়া হচ্ছে উস্কানিমূলক বক্তব্য। বিএনপি মহাসচিব শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী আরো বলেন, ২০১৩-১৪ সালের মতো এবারও জনগণকে সাথে নিয়ে এ ধরনের নাশকতা কঠোর হাতে দমনে করবে সরকার।